বন্দরে প্রতিবন্ধী কবি ইমরান’কে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বই লিখতে নগদ অর্থ সহযোগিতা করলেন মানবিক যুবলীগ নেতা খান মাসুদ। শুক্রবার (১৮ নভেম্বর)বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এব্যাপারে যুবলীগ নেতা খান মাসুদ বলেন,ইমরান শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও ও একজন মেধাবী এবং একজন কবি। ওর লেখুনির মাঝে প্রতিভা আছে। ইমরান এর আগেও বঙ্গবন্ধু’কে নিয়ে বই লিখে আমাকে উপহার দিয়েছে। আমি ওর হাতের লিখা বই পরে মুগ্ধ হয়েছি। ইমরান একজন প্রতিবন্ধী হলেও কখনো বিখ্যার জন্য কারো কাছে হাত পাতেনা। ও ওর নিজের প্রতিবা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের উচিৎ ওর মতো প্রতিভাবান মেধাবীকে সামাজিকভাবে মূল্যায়ন করা।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ২২ নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও র্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার সবুজ,আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ নাদিম ও বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম সুজন।