1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
জালাকান্দি গ্রাম হবে “সজনী গ্রাম” – জেলা প্রশাসকের আশ্বাস - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন র‍্যাব-১১ এর বিশেষ অভিযান কিশোরগঞ্জের মাদক পাচারকারী সোনারগাঁওয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার বন্দরে শীর্ষ মাদক ব্যবসায়ী গাজীর বাড়িতে যৌথবাহিনীর অভিযান, মাদক ও অস্ত্রসহ ২ জন আটক হাসপাতালে ভর্তি জাহিদ হাসান এখন কেমন আছেন হেরেও ভারতের ওপরে বাংলাদেশ নতুনধারার ২৫ তম ঈদখাদ্য প্রদান কর্মসূচি না:গঞ্জ জেলার আড়াইহাজার থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রমজীবি মানুষদের মাঝে সাবেক কাউন্সিলর শকুর ছাতা বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাইফান তালুকদার নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাইফান তালুকদার

জালাকান্দি গ্রাম হবে “সজনী গ্রাম” – জেলা প্রশাসকের আশ্বাস

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭২ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা পরিদর্শন করেছেন। 

বুধবার (১৪ মে) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন ডিসি।

পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক সমলয়ে চাষাবাদ করা উফশী জাতের বোরো ধান কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে কর্তনের শুভ উদ্বোধন করেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজে দক্ষতা বাড়ানো সময়ের দাবি।” মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাকান্দি গ্রামকে “সজনী গ্রাম” হিসেবে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করলে জেলা প্রশাসক মহোদয় উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করেন এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় রাস্তার দু’পাশে একটি করে কৃষ্ণচূড়া ও নাকাচুয়া গাছ রোপণ করেন।

শুরুতে তিনি প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন এবং রোগীসেবা সহজীকরণ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে জেলা প্রশাসক ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বাছুর বিতরণ করেন। তিনি জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সেইসাথে সকলকে জাটকা কেনা, খাওয়া ও সংরক্ষণ  করে থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এরপর তিনি জালাকান্দি কবরস্থান সংলগ্ন আল মাদিনা ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন ও তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “এতিম শিশুরা যেন নিজেদের সন্তানের মতো ভালোবাসা ও যত্নে বড় হয় – এমনটি নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

জেলা প্রশাসকের এই পরিদর্শন শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি প্রত্যক্ষভাবে জনসাধারণের সঙ্গে মিশে বাস্তব সমস্যার খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করেছেন। জালাকান্দি গ্রামের “সজনী গ্রাম” হিসেবে রূপান্তর একটি নতুন দিগন্তের সূচনা করবে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL