সকাল নারায়ণগঞ্জ:
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য উন্নয়নে তরুণদের দক্ষতা গড়ে তুলতে হেলথ প্রমোশন ইন্টার্নশিপ- ২ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রাস্ট কর্তৃক আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে দেশের ৬ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
ইন্টার্নশিপটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৮.০০টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হবে এবং প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের সরাসরি অফিসে এসে কাজ করার সুযোগ থাকবে। ২০২৪ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের নিয়ে প্রথম ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, এবার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ ও কার্যকরভাবে কর্মসূচিটি সাজানো হয়েছে।
এই ইন্টার্নশিপের মূল সেশনে অংশগ্রহণ করবেন হেল্থ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডা’র সিনিয়র উপদেষ্টা দেবরা ইফরইমসন। তিনি হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ থেকে জনসংখ্যা ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স করেছেন এবং স্বাস্থ্য প্রচার ও নীতিনির্ধারণী ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
হেলথ প্রমোশন বিষয়ক ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য উন্নয়ন ও হেলথ প্রমোশন সম্পর্কে শিক্ষার্থীদের মৌলিক ধারণা প্রদান করা। ইন্টার্নশিপের মাধ্যমে তারা বসবাসযোগ্য পরিবেশ তৈরির উপায়, স্বাস্থ্য শিক্ষা ও হেলথ প্রমোশনের পার্থক্য, এবং জনগণের স্বাস্থ্য উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে।
এই ইন্টার্নশিপটিতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানার সুডোগ পাবেন। আলাদা বা গ্রুপভিত্তিকভাবে কাজ করার সুযোগ এবং প্রতিটি সেশনের মধ্যে ছোট ছোট কার্যক্রম পরিচালনা এই কর্মসূচীতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। এছাড়া, গ্রুপভিত্তিক কাজ, অনলাইন আলোচনা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, তামাক ও দূষণ রোধ, মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। পাশাপাশি, শিক্ষার্থীরা তাদের শেখা বিষয়গুলো ব্যক্তিগতভাবে বা দলগতভাবে উপস্থাপনের সুযোগ পাবে। ইন্টার্নশিপ শেষে শিক্ষার্থীদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB) ট্রাস্টের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।