সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার জন্য লবণের কোনো ঘাটতি নেই। চামড়া সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত রাখা যাবে। বিসিক, প্রাণিসম্পদ ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এসব স্থানের তালিকা শিগগিরই জানানো হবে।”
তিনি আরও বলেন, “চামড়া বিদেশে রপ্তানি ও স্থানীয় শিল্পে ব্যবহৃত হয়। এটি আমাদের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই চামড়া যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, “কোরবানির পশুর চামড়াকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা আমরা ঘটতে দেব না। কেউ জোরপূর্বক চামড়া নিয়ে গেলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।