ঢাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশাল শো-ডাউন করেছেন নারায়ণগঞ্জ মহানগর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীদের ঢলে চোখ ধাধানো শো-ডাউন করেছে তারা। মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসনে ভুইয়া সাজনু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
শুক্রবার (১১ নভেম্বর) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেন তারা।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মী মিছিলে হাজারো নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা। মিছিল থেকে নানা স্লোগানে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন নেতাকর্মীরা