সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৫৯০ পিস অবৈধ ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ সোহেল মিয়া ও এসআই(নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে শনিবার (১১ মে) বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন হেদায়েতপাড়া সাকিনস্থ জনৈক শামসুল হক এর ভাড়াটিয়া আরিফ বিল্লাহ (৪৪) এর বসত ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হেদায়েতপাড়া এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে আরিফ বিল্লাহ (৪৪)।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে। ধৃত মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) তার ভাড়াকৃত একতলা বিল্ডিং বসতঘরের সানসেট হতে নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন ফলের ছবি সংবলিত প্যাকেটের ভিতর থাকা ১৩ (তের)টি এয়ার টাইট পলিথিনের প্যাকেটে সর্বমোট ২৫৯০ (দুই হাজার পাচঁশত নব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২৫১ (দুইশত একান্ন) গ্রাম (ডিজিটাল পরিমাপক যন্ত্রে পরিমাপকৃত) এবং মোট অবৈধ বাজার মূল্য ৯,০৬,৫০০/- (নয় লক্ষ ছয় হাজার পাচঁশত) টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, বন্দর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে ।
ধৃত আসামি মোঃ আরিফ বিল্লাহ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারার অপরাধ করেছে বিধায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।