1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বন্দরে ২৫৯০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ  - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নগরভবনে ইজিবাইক চালকদের হামলা, শিক্ষার্থীসহ আহত ২১ দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার আন্তর্জাতিক মা দিবস ও ছোয়াদ এর জন্মদিনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ  বন্দরে ২৫৯০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ  মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ জরুরী BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জ এসপি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মোঃ সালাহউদ্দিন আহমেদ শামীম’কে ফুল দিয়ে শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির উদ্বোধন, ১৪টি স্থানে ১০ হাজার চারা রোপন

বন্দরে ২৫৯০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫ Time View

সকাল নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৫৯০ পিস অবৈধ ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ সোহেল মিয়া ও এসআই(নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে শনিবার (১১ মে) বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, বন্দর থানাধীন হেদায়েতপাড়া সাকিনস্থ জনৈক শামসুল হক এর ভাড়াটিয়া আরিফ বিল্লাহ (৪৪) এর বসত ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স  বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হেদায়েতপাড়া এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে আরিফ বিল্লাহ (৪৪)।

 ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে। ধৃত মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪) তার ভাড়াকৃত একতলা বিল্ডিং বসতঘরের সানসেট হতে নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন ফলের ছবি সংবলিত প্যাকেটের ভিতর থাকা ১৩ (তের)টি এয়ার টাইট পলিথিনের প্যাকেটে সর্বমোট ২৫৯০ (দুই হাজার পাচঁশত নব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ২৫১ (দুইশত একান্ন) গ্রাম (ডিজিটাল পরিমাপক যন্ত্রে পরিমাপকৃত) এবং মোট অবৈধ বাজার মূল্য ৯,০৬,৫০০/- (নয় লক্ষ ছয় হাজার পাচঁশত) টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। 

ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ ইয়াবা ট্যাবলেট সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, বন্দর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে ।

ধৃত আসামি মোঃ আরিফ বিল্লাহ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারার অপরাধ করেছে বিধায় তার বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL