বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপুর নেতৃত্বে হাজারও নেতাকর্মী নিয়ে যোগদান করেন।
শুক্রবার ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আয়োজিত মহাসমাবেশস্থলে যোগ দিতে নারায়ণগঞ্জ জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হন। সেখান থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপুর নেতৃত্বে রাজধানীর সমাবেশে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, শরীফুল হক, এডভোকেট মোহসীন মিয়া, সানোয়ার হোসেন জুয়েল, লাল মিয়া, জুলহাস ভূইয়া, খান মাসুদ সহ নেতাকর্মীরা।