নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের যেকোনো জনসভা বা সমাবেশ সফল করতে অধিক সংখ্যক মানুষ বা কর্মী সমর্থকের উপস্থিতি ঘটাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির জুড়ি নাই।
কিন্তু রবিবার (২৩ অক্টোবর) নগরীর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীর উপস্থিতি ঘটাতে গিয়ে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শী অনেকে।
এদিন বেলা বেলা তিন টার দিকে এই প্রতিবেদক দাঁড়িয়েছিলেন ওসমানী স্টেডিয়ামের মূল ফটকের প্রায় ২০ গজ সামনে। এর কিছুক্ষণের মধ্যে মতির নেতৃত্বাধীন মিছিলটি এসে হাজির হয় এবং সম্মেলন স্থলের দিকে অগ্রসর হতে থাকে। এভাবে বেশ কয়েক মিনিট পেরিয়ে গেলেও মিছিলের শেষ মাথা যেন শেষ হচ্ছিল না। যা দেখে সম্মেলনের উদ্দেশ্যে আশা অন্যান্য নেতাকর্মীও হতবাক হয়ে যায়। শুধু তাই নয়, কেউ কেউ এও বলে বসেন ‘মতি আজ অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন।