সকাল নারায়ানগঞ্জঃ নিখোঁজের দু’দিন পর রূপগঞ্জে এক ইজিবাইক চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজুর উদ্দিন উপজেলার কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় পূর্বাচল উপ শহরের ২নং সেক্টরের শিম বাগানের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।