জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২০২২ উপলক্ষ্যে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১ টার দিকে নেতৃবৃন্দরা ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বিএম আমির হোসেন, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ রমজান আলী, থানা আওয়ামীলীগের সদস্য বাদল মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছিদ্দিক মাদবর, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম (হাজী মনির), সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রধান, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেনসহ যুবলীগ নেতা শাকিল, টুটুল, মিন্টু ও তুহিন প্রমুখ।