সকাল নারায়ানগঞ্জঃ
নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ, মাচ্ছাবাজার ঘাট শীতলক্ষা নদী থেকে একটি লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ, মাচ্ছাবাজার ঘাট শীতলক্ষা নদী থেকে একটি লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ।
এ বিষয় নারায়ণগঞ্জ কথা ডট কম অনলাইন পত্রিকার সাংবাদিক রাজু খন্দকারকে নারায়ণগঞ্জ সদর থানার তদন্ত ওসি মোঃ জয়নাল আহমে জানান,
নিতাইগঞ্জ, মাচ্ছাবাজার ঘাট শীতলক্ষা নদীতে একটি লাশ দেখা
গেছে সকালে খবর পাওয়ার সাথে সাথে আমাদের লোক লাশ
উদ্দার করে মর্গে পোস্ট মডেম করতে নিয়ে জান লাশের কোন
পরিচয় পাওয়া জায়নি আমরা তদন্ত করছি ।