1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
‘হালা মাদ্রিদ’ লেখা টুইট মুছলেন ম্যানসিটি তারকা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিনম্র শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত। স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধাঞ্জলী ভুল চিকিৎসায় এক গৃহবধূ নিহত পলাতক চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ আমি সত্যিই হতবাক একেএম সেলিম ওসমান সংসদ সদস্য নারায়ণগঞ্জ ০৫ নবজাতক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় আসামিদের কোর্টে পেরন রূপগঞ্জে ইমাম সম্মেলনে গাজী গোলাম মূর্তজা মুরুব্বিদের সমর্থনে নির্বাচন করবো হিংসা বিদ্বেষ ছেড়ে সিয়াম সাধনায় ব্রত হওয়ার আহ্বান নারায়ণগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মতবিনিময়সভা শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় ক‌বির‌ হে‌সে‌নের উদ্যো‌গে বি‌শেষ দোয়া ভূয়া সিআইডি কর্মকর্তা সেজে একাধিক তরুণীর সাথে প্রতারণা, গ্রেফতার ১

‘হালা মাদ্রিদ’ লেখা টুইট মুছলেন ম্যানসিটি তারকা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৩১ Time View

সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এ মুহূর্তে নিজেদের সেরা দাবি করতে পারছে না। তাদের সব অহংকার গুঁড়িয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব লিভারপুল।

বুধবার বার্নাব্যুতে প্রত্যাবর্তনের রূপকথা লিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

আর ওই হারের পর পরই মাঠ ছেড়ে দৌড়ে এসে মোবাইল ফোন নিয়ে নিজের ৮ বছর আগে করা এক টুইট ডিলিট করতে হয়েছে ম্যানসিটি তারকা জ্যাক গ্রিলিশকে।

কি লিখেছিলেন সেই টুইটে গ্রিলিশ? যে তড়িঘড়ি করে তা মুছতে হলো তাকে?

তা জানতে ৮ বছর আগে তথা ২০১৪ সালের ২৩ এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচটিতে ফিরে যেতে হবে। 

সেদিন ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলছিল রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। সেই সময় রিয়ালভক্ত ছিলেন গ্রিলিশ।

জয়ের পর গ্রিলিশ মহা উৎসাহে টুইটে লিখেছিলেন  ‘হালা মাদ্রিদ’। রিয়াল সমর্থকদের প্রিয় এই স্লোগানের অর্থ – এগিয়ে যাও মাদ্রিদ। 

আর সেই টুইট নিয়েই বুধবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন গ্রিলিশ। রিয়ালের বিপক্ষে ম্যাচ হারার পর গ্রিলিশের আট বছর আগের টুইট ভাইরাল করে দেন নেটিজেনরা। 

যেখানে দল মাত্রই হেরেছে, সেখানে সিটিরই এক খেলোয়াড় টুইটে ‘মাদ্রিদ এগিয়ে যাও’, বিষয়টি সিটি সমর্থকদের ভালো লাগছিল না। 

বুঝে না বুঝে গ্রিলিশকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেন তারা। 

আর গ্রিলিশ অবশ্য খুব বেশিক্ষণ এটি চলতে দেননি। দ্রুতই তা মুছে ফেলেন।

কিন্তু তাতে রক্ষা হয়নি তার। কারণ এই টুইট মুছার আগেই রিয়ালের প্রশংসায় তার আরও দুটি টুইট সামনে চলে আসে। 

সেবার মাদ্রিদের সাবেক তারকা সের্হিও রামোস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল রিয়াল। সেদিনও গ্রিলিশ টুইট করেছিলেন, ‘হালা মাদ্রিদ! রামোস আপনিই সেরা!’

প্রসঙ্গত চলতি মৌসুমে অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ ইউরোতে সিটিতে গেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 


তথ্যসূত্র: মার্কা, এনএস

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL