1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে পুলিশ-সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে পুলিশ-সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাংবাদিক টিমের বিরুদ্ধে ১৪১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

এর আগে টসে জিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে।

২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক একাদশ ৮ উইকেট হারিয়ে ৮২ রান করতে সক্ষম হয়। থানা পুলিশের পক্ষে সর্বােচ্চ ১১২ রান করে এসআই সাফায়েত এবং সাংবাদিক টিমের মধ্যে সর্বােচ্চ ৩১ রান করে মিরাজ।

খেলায় যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ নাজমুল হাসান এবং এসআই সাফায়েত। দলের পক্ষে ২৪ রান দিয়ে ৪টি উইকেট সংগ্রহ করেন তিনি।

খেলায় সার্বক্ষণিক সহযোগিতা করে রক্তিম ব্লাড ডোনারস নামে এক সামাজিক সংগঠন। এছাড়া খেলায় আম্পায়ারের ভূমিকা পালন করে শাওন এবং রক্সি। ধারাভাষ্যকারের ভূমিকা পালন করে তরিকুল ইসলাম নয়ন, মনির হোসেন এবং এসআই আজিজ।

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক টিমের অধিনায়ক এমরান আলী সজীব জানান, খেলায় হারজিত থাকবেই। তবে আমাদের খেলার মূল উদ্দেশ্য ছিল ব্যস্ত জীবনের একঘেয়েমিতা দূর করা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এমন প্রীতি ম্যাচ আরো বেশি আয়োজন করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, খেলাধূলার মাধ্যমে পারস্পারিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। পুলিশ-সাংবাদিক উভয়ই পেশাগত কাজে ব্যস্ত থাকা হয়। আমাদেরর পক্ষে নিয়মিত খেলাধুলা করা সম্ভব হয়ে ওঠেনা। তবে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন ভালো উদ্যোগ, সেজন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।

খেলাটির টিম ম্যানেজার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, হঠাৎ খেলার আয়োজন করায় কিছু ভুল হতে পারে। কথা দিচ্ছি ভবিষ্যতে এসব খেলার আয়োজন বেশি করে করা হবে। সেজন্য সবার সহযোগিতা চান তিনি।

সাংবাদিক একাদশের অন্য খেলোয়াড়রা হলেন, ফারুক হোসেন, রাশেদুল কবীর খান, বিশাল আহমেদ, আরিফ হোসেন, তরিকুল ইসলাম নয়ন, ইসমাইল হেসেন মিলন, সুমন মাহমুদ দিহান, শফিক, তাজুল ইসলাম, রিপন মাহমুদ আকাশ, দিহান, আল-আমীন, মেরাজ হোসেন,তনয়,রাজু।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অন্য খেলোয়াড়রা হলেন, হাফিজুর রহমান মানিক, সাইফুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক, হানিফ, সাফায়েত, রিপন, মহসিন, মিলন, ফয়সাল, সাঈদ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL