সকাল নারায়ণগঞ্জঃ
৩য় রাউন্ডের শেষ খেলা। গতকাল(শনিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইসদাইর সূর্যোদয় সংসদ এবং শিরোপা প্রত্যাশী নবাগত ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমীর মধ্যকার খেলাটি বৃষ্টির বাগড়ায় হতে পারেনি।
খেলার আইনে দু’দলকেই ১-১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। আগের দিন রাতে গুড়িগুড়ি বৃষ্টিতে মাঠ ছিল ভেজা। খেলা পরিচালনায় উভয় আম্পায়ার ও অফিসিয়ালরা কয়েকবার মাঠ পরিদর্শন করে অপেক্ষায় ছিলেন যদি রোদের দেখা মেলে।
কমপক্ষে ১৬ ওভার করে হলেও ম্যাচ চালানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে কর্তৃপক্ষ। অবশেষে সময়ের বৃত্তে বন্দি পীচ কিউরেটর,আম্পায়ারদ্বয়,অফিসিয়ালগণ ম্যাচের পরিসমাপ্তি টানেন আইনের মধ্য দিয়ে। ইসমাইল বাবুল ক্রিকেট একাডেমী ৩ ম্যাচে ১জয়,১পরাজয় ও ১ ড্র নিয়ে ৩ পয়েন্ট পেলেও ইসদাইর সূর্যোদয় সংসদ আজকের খেলা থেকে ১ পয়েন্ট পেলেও তাদের রেলিগেশনের ভয় থেকেই গেল।
আজকের খেলা ঃ মহসিন ক্লাব ও ইসদাইর সূর্যোদয় সংসদ।
সকাল-৯.০০ টা। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)