সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক বলেন, বর্তমান বিশ্বে এক যুদ্ধ চলছে আমারও এই যুদ্ধে সৈনিক। আমরা সকলে মিলে যদি সরকারের নিয়মকানুন ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম-নীতি মেনে চলি তাহলে অবশ্যই এই যুদ্ধে জয়ী হবো।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত, পারিবারিক সবজি বাগান স্থাপনে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষক পর্যায়ে বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতি ইঞ্চি জমির সদ্বব্যবহার এই কথাটি স্বরণ রেখে আমরা প্রত্যেকেই সঠিকভাবে সবজি চাষ করবো। এবং তার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্য বিধি নিয়ম মেনে চলবো। এই সবজি চাষের মাধ্যমে কৃষক তার পরিবারের সবজি চাহিদা মিটাতে পারবে এবং চাহিদার চেয়ে বেশি হলে বিক্রিও করতে পারবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ১’শ ৬০ টি কৃষক পরিবারে এ সবজি বীজ বিতরণ করা হয় এবং তা সঠিকভাবে পরিচর্চা করার জন্য প্রতিটি কৃষক পরিবারকে বিকাশে (১৯৩৫) টাকা করে দেওয়া হবে। যদি কোনো কৃষক পরিবারের বিকাশ নাম্বার নাথাকে তাহলে তাদের বাড়িতে গিয়ে মোবাইল নাম্বার বিকাশ করে তারপর দেওয়া হবে।
বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক, সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল গাফফার সহ অন্যান্য কৃষি কর্মকর্তা বৃন্দ।