সকাল নারায়ণগঞ্জঃ
‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এসব পরিবারকে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) সিটি করপোরেশনের ৭, ৮,৯ নম্বর ওয়ার্ডের ও এম এস কার্ড উদ্বোধন করেছেন কাউন্সিলর আয়েশা আক্তার দিনা । এই ওয়ার্ডের প্রায় সাড়ে ৩’শ পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর দিনা বলেন,করোনাতে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেক্ষেত্রে মানুষকে বিভিন্নভাবে সরকারি সহায়তা করা হচ্ছে।আর সেই সহযোগিতার একটি অংশ হচ্ছে ওএমএস কার্ড।এই কার্ডের মাধ্যমে মানুষ ১০ টাকা কেজি চাল কিনে খেতে পারবে।আমার ওর্য়াডে আমি যে কয়টা কার্ড পেয়েছি আমি বেছে বেছে যারা গরীব মানুষ, দিনমজুর, চলতে পারে না তাদেরকে দিয়েছি।আমার অফিসের সামনে ওএমএস চাল কিনার দোকান আছে সেখানে যারা ১০ টাকায় ২০ কেজি চাল ২০০ টাকা দিয়ে কিনছে তাদের মাঝে যে আমি আনন্দ দেখেছি তাতে আমার আত্নতৃপ্তি।এজন্য সরকারকে এবং তার উদ্যোগকে ধন্যবাদ জানায়।
দিনা আরো বলেন,আমি মনে করি এই কার্ডের পরিমান আরো বাড়িয়ে দেওয়া উচিত নাসিকের প্রত্যেকটা ওয়ার্ডে।আপনারা জানেন নাসিকের ১ ও ৮ নাম্বার ওর্য়াডে জনসংখ্যা বেশি।আমার ৮ নং ওর্য়াডে আমি তুলনামূলক ভাবে কম পেয়েছি।সামনে আরো পাবো ইনশাআল্লাহ।আমাদের মেয়র মহোদয় অনেক চাহিদা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে।আশা করি ইনশাআল্লাহ আরও অনেক পাবো আপনাদের সহায়তা করার জন্য।
ওএমএস কার্ডের পাশাপাশি ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করবেন বলে জানান তিনি।এছাড়াও তিনি প্রয়োজন ছাড়া ঘড় থেকে বের না হবার জন্য আহ্বান জানিয়েছেন।