প্রথমবারের মত নারায়ণগঞ্জে ৪১ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে।
সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,কার্যকরী সদস্য মোঃ আসলাম,ডা.রাকিবুল ইসলাম শ্যামল,জাকির হোসেন শাহিন,মাহবুবব হোসেন বিজন,গৌতম কুমার সাহা,ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া।
সকালে টস জিতে ঝিনাইদহ অধিনায়ক সুবত্র শেখর প্রথমে ব্যাট করতে পাঠায় রংপুরকে। ৩৬.৫ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় রংপুর। ত’র্য করেন ২৫,চান আউট হন ২০ রানে। মিম করেন ১৮ রান। ওপেনার সালমান ফিরেন ১৫ রানে। ঝিনাইদহের তাহমিদ পান ৩টি ও হাসিবুর পান ২টি উইকেট। জবাব দিতে গিয়ে ১৪ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের দিকে ছুটে ঝিনাইদহ।
সামাল দেন মোহন ও রাসেল রানা। রাসেল রানা আউট হন ৪৪ রানে। মোহন করেন ১৮ রান। ৮৯ রানে থেমে যায় ঝিনাইদহ। রংপুর ম্যাচ জিতে ৪৬ রানে। রংপুরের আব্দুর রহমান ৩টি এবং চান ও রাজিব পান ২টি করে উইকেট।
আম্পায়ার ঃ তরিকুল হাসান মাসুম ও মাহবুব হোসেন বিজন,স্কোরার – আরমান হোসেন সাদ্দাম।
আজকের খেলা ঃ বি-বাড়িয়া ও পাবনা
সকাল-৯টা(শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)