খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম, হাসপাতালের মূল প্রাঙ্গণ পর্যন্ত সেবা প্রত্যাশীরা পৌছাতে পারছেন না এমন অভিযোগ পাওয়া গেছে।
অসুস্থতার কারনে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে যে সব রোগীরা আসেন তাদেরকে নিয়ে কিছু দালালরা খানপুরের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে। সেখানে তাদের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয়া হচ্ছে বড় অংকের টাকা। সেখানে সরকারি হাসপাতালে যেটার দাম ১০০ টাকা সেটা ৫০০ টাকা করে নেয়া হচ্ছে। এমনকি বিভিন্ন টেস্ট দিয়ে ১৫০০-২০০০ টাক্স হাতিয়ে নেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনেরা। তাঁদের অভিযোগ হাসপাতালের চিকিৎসাসেবাকে পুঁজি করে গড়ে উঠেছে এক দালাল চক্র। দালালদের কাছে ধরনা দেওয়া ছাড়া মেলে না কোনো সেবাই। কর্তৃপক্ষ বলছে, জনবলসংকটের কারণেই এমনটা ঘটছে। তাঁরাও দালাল চক্রের কাছে অসহায়।
এসব দালালদের বিরুদ্ধে র্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।