সকাল নারায়ণগঞ্জ
অদ্য ১৯শে জানুয়ারি ২০২০ ইং তারিখে আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান, হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা অটিজম জননী হাসিনা রহমান সিমু তার ব্যক্তিগত অর্থায়নে ও আনন্দধামের উদ্যোগে স্থানীয় চানমারী, বাবুরাইল, নবীগঞ্জসহ ভাসমান গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ও পুংগুদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন।
চানমারীতে অবস্থানরত চলন অক্ষম এক মহিলাকে যখন হুইল চেয়ার প্রদান করে হাসিনা রহমান সিমু নিজে উনাকে ঐ চেয়ারে বসিয়ে বৃদ্ধাকে আশে পাশের মুক্ত পরিবেশেঘুড়াচ্ছিলেন তখন এক অভুতপূর্ব অশ্রুজল আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় হাসিনা রহমান সিমু পুংগু ও অসহায় মানুষদের উদ্দেশ্যে বলেন আমি আমার দৈনন্দিন জীবন নির্বাহের খরচ হতে বাচিয়ে যতটুকু সঞ্চয় করেছি তার কিছু অংশ দিয়ে আপনাদের কস্টের সাথী হতে চেস্টা করেছি। এ সময় তিনি সমাজের প্রতিটি মানুষকে একে অপরের সহায়তায় এগিয়ে আসতে আহবান জানান।
এসময় তার সাথে আনন্দধামের নেতৃবৃন্দের মাঝে মতিউর রহমান মুক্তি, মাকসুদ হিটু, মো: তাসলিম হোসেন, খোকন শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলে।