সকাল নারায়ানগঞ্জঃ ফতুল্লায় ফ্ল্যাট বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দম্পতি দগ্ধের ঘটনায় স্ত্রী ফরিদা বেগম (২৫) মারা গেছেন।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফরিদা বেগম ও তার স্বামী শরীফ মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাধানগর এলাকায়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা যায়।
ফতুল্লা মডেল থানার এসআই মোবারক হোসেন জানান, মুফতি নজরুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া শরীফের কক্ষে চুলার গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। মঙ্গলবার ভোরে চুলা ধরানোর চেষ্টা করার সময় ম্যাচের কাঠি ধরাতেই সেই লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত মঙ্গলবার ভোর ৬টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় মুফতি নজরুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ওই দুর্ঘটনা ঘটে।এ সময় ফরিদা বেগমের শরীর ৮০ ভাগ দগ্ধ হলেও শরীফ মিয়া সামান্য আহত হন। নিহতের লাশ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।