সকাল নারায়ানগঞ্জঃ দায়িত্ব অবহেলায় প্রত্যাহার হওয়া ফতুল্লা মডেল থানার সেই সহকারি পরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে পুনরায় বহাল করা হয়েছে। দুই দিন আগে এসপির নির্দেশে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গৃহিত হলে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল।
কারণ দর্শানোর নোটিশের শর্তে মঙ্গলবার (৭ জানুয়ারি) তারা ফতুল্লা মডেল থানায় যোগ দেন। পুনর্বহালকৃত পুলিশ সদস্যরা হলো সহকারি পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২, কনস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং আলমগীর।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা
পুলিশ লাইনসের আরওআই ইলিয়াছ সরকার বলেন, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের
ব্যাখ্যাসহ পুরো ঘটনার কারণ জানানোর শর্তে পুনরায় থানায় স্বপদে বহাল করা হয়েছে।
তাদেরকে শোকজ করা হয়েছে।
উল্লেখ্য,
৪ জানুয়ারি রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে
চালক টিপু হাওলাদাকে হত্যা করে তার তার ইজিবাইক ছিনিয়ে নেয়। এদিন ওই
এলাকায় ডিউটিরত
ঈগল টিমের দায়িত্বে ছিলেন ওই পাঁচ পুলিশ সদস্য