শেখ রাসেল টি-টুয়েন্টি টুনামেন্ট -২০১৯ ঢাকা দ্রেসটেক ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে খেলার শুভ সূচনা করেছে খানপুর ক্রিকেট একাডেমী।
সোমবার(১৪অক্টোবর)সকাল ৮টায় শেখ রাসেল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
বিসিবিএর সহযোগীতায় শেখ রাসেল টি-টুয়েন্টি টুনামেন্টে নারায়নগঞ্জ থেকে খানপুর ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে।সকাল ৮টায় ঢাকা দ্রেসটেক ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিং করে এবং ১৪৮ রানের টার্গেট দেয় খানপুর ক্রিকেট একাডেমীকে।জবাবে খানপুর ক্রিকেট একাডেমীর দুই ওপেনার সিয়াম তালুকদার ও ফয়সাল ৩ ওভারে ৪০ রান করে।সিয়াম তালুকদার ব্যক্তিগত ২৪ রান ও ফয়সাল ১৮ রান নিয়ে আউট হলে সুলতানের দুর্দান্ত র্যাটিংয়ে ৪৮ রান এবং দমনের ৩৬ রানে ৫ বল ও ৩ উইকেট বাকি থাকতে ১৪৯ রান করে ম্যাচ জিতে যায় খানপুর ক্রিকেট একাডেমী।খেলায় খানপুর ক্রিকেট একাডেমীর দুই বোলার ছোট ইমন ৪উইকেট এবং বড় ইমন ২উইকেট সংগ্রহ করে।
শেখ রাসেল টি-টুয়েন্টি টুনামেন্টে ঢাকা দ্রেসটেক বনাম খানপুর ক্রিকেট একাডেমীর ম্যাচটি দেখতে খানপুর ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুজ্জামান সাহেব এবং ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার প্রধান ফটো সাংবাদিক জামাল তালুকদার।
খেলা শেষে খানপুর ক্রিকেট একাডেমীর সভাপতি সংবাদমাধ্যমকে জানায়,এই প্রথম আমরা ঢাকার কোন বড় আসরে খেল্লতে এসেছি।আমাদের ক্লাবের খেলোয়াড়রা আজ ভালো খেলেছে।আমি আশা করি তারা ভালো খেলে শেখ রাসেল টি-টুয়েন্টি টুনামেন্টের চ্যাম্পিয়ন হয়ে নারায়নগঞ্জের গর্ব বৃদ্ধি করবে।