সকাল নারায়ণগঞ্জঃ
অদ্য রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ বন্দর থানার সংসদীয় আসন বন্টন বাতিল করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বন্দরবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি এবং বাসদ বন্দর উপজেলার অন্যতম সংগঠক মুন্নি সরদার, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মেহবুবা আক্তার, জামিয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেন, ভয়েস অফ বন্দর এর সদস্য মেহেদী হাসান মুন্না, সদস্য সাহেল হোসেন নজরুল পাঠাগারের আহŸায়ক ফাতেমা আক্তার মুক্তা, সাদিয়া প্রধান ও নুরুজ্জামান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ এর পুনঃনির্ধারিত পাঁচটি সংসদীয় আসন নতুন করে বন্টন করার ঘোষনা দেয়া হয়।
নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ড নারায়ণগঞ্জ ৫ আসন হলে বন্দর উপজেলার অর্ধেক অংশ ৩ আসন ও বাকী অংশ ৫ আসনে সদর উপজেলায় পড়ে যায়। এতে করে বন্দরবাসীর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। এতে বন্দরবাসী উক্ত বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। তাই আমরা বন্দরবাসী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদীয় এলাকা বন্টন পূর্বের নিয়মে রাখার জোর দাবি জানাই।