সকাল নারায়ণগঞ্জ :
“র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করার অভিযোগে রয়্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং এই কাজে যুক্ত কোম্পানীর ০১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ২নং গোদনাইল বাজারে অবস্থিত রয়্যাল টোবাকো কোম্পানীতে র্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠান সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং এই কাজে যুক্ত কোম্পানীর পরিচালক মোঃ সাইফুল ইসলাম (৪০)’কে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এই সময় প্রায় ১৪,০০০ (চৌদ্দ হাজার) প্যাকেট অবৈধ সিগারেট এবং প্রায় ২১ লক্ষ রি-ইউড্ড স্ট্যাম্প জব্দ করা হয়।
কোম্পানীর পরিচালক মোঃ সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাজার এলাকার মৃত ইসমাইলের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অপস্ অফিসার সিনিঃ এএসপি গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।