সকাল নারায়ণগঞ্জ :
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিত্তবানদের সহযোগিতায় কর্মহারা ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন চার চার বার নির্বাচিত নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩টায় ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড: সাখাওয়াত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড: আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: হানিফ সরদার ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা।