সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যানজট সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছয়টি দোকানদারকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, যানজট নিরসনের জন্য আমাদের একটি বৈঠক হয়েছিল। সকলের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। যানজট নিরসনে আমাদের যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তা রাখবো।
তিনি আরও জানান, রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা বিশেষ করে প্রায় ৩’শটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, আরও প্রায় ২’শটি দোকান মালিককে নিজ দায়িত্বে দোকান অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ৬টি দোকানদারকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।