সকাল নারায়ণগঞ্জঃ
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ এর পরিবার। বৃহস্পতিবার ২রা জানুয়ারী দুপুরে এক বিবৃতিতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ এর পরিবার।
পারিবার সুত্রে জানা গেছে, সম্প্রতি সাংবাদিক তোফাজ্জল হোসেন ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি ইহকাল ত্যাগ
শোক বিবৃতিতে দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক ছায়ানূর তালুকদার, বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, সিনিয়র ফোটো সাংবাদিক জামাল তালুকদার, সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল, ফোটো সাংবাদিক ইকরামুল ইসলাম রুবেল, সহ সকাল নারায়ণগঞ্জ এর বিভিন্ন কর্মরত বেক্তিবর্গ।
করেন। বাদ আছর ডি আই টি জামে মসজিদে ১ম জানাজা আর বাদ এশা কাশিপুর ঈদগাহ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বর্তমানে তার দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নারায়ণগঞ্জের সাংবাদিক জগতে তোফাজ্জল হোসেন একজন সাহসী ও সজ্জন ব্যাক্তি ছিলেন। তিনি জীবনের শেষ সময়টা পর্যন্ত সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।