সকাল নারায়ণগঞ্জঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরবাসীকে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। স্বাধীনতার ৫৩ বছরে এ বছরের বিজয় দিবসের অনুভূতি ভিন্ন রকম। এবছর যেন আমরা দুটি বিজয় অনুভব করছি। ১৯৭১ সালে পাকিস্তানী স্বৈরাচার থেকে লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি। এবছর আওয়ামী স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে আমাদের এ ভূমি।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই ছাত্র জনতার সংগ্রামে অর্জিত এ স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। কোন স্বার্থান্বেষী মহল যেন সে স্বাধীনতাকে বিনষ্ট করতে না পারে তার জন্য সকলকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানাই।