ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৪৬টি গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কয়েক হাজার মশারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সোনারগাঁয়ের বারদীতে রূপায়ল প্যলেসে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এ মশারি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মশারি বিতরণ কার্যক্রমে প্রধান অতিধি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন বারদী বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওবায়দুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ রেন্টাল সার্ভিসের ম্যানেজার মো. হাবিবুল হাসান, রূপায়ণ গ্রুপের পারসোনাল এসেট ম্যানেজার মো. হাফিজ আহমেদ, সহকারী প্রজেক্ট ম্যানেজার মো. মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী মো. তামজিদ, স্টোর ইনচার্জ মো, আব্দুল মোমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মশারি বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে রুপায়ণ গ্রæপ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ করে সময়োপযোগী কাজ করেছেন।