1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সাহিত্য-সংস্কৃতি কখনো ধর্মান্ধ হয় না মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View
  • সকাল নারায়ণগঞ্জঃ

 

 

শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আদর্শ সমাজ, আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। অথচ শিক্ষকরাই আজ অবহেলিত। সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বিদ্যমান শিক্ষাব্যবস্থার মাঝে বৈশম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

আজ ৫ আগস্ট শনিবার বিকেল ৫.৩০ ঘটিকায় দেশব্যাপী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাও. নেসার উদ্দিন তার বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।

নগর সেক্রেটারী মুহা. আমির হোসেন এর পরিচালনায় প্রেসক্লাব চত্ত¡রে “স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ এবং মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবীতে আয়োজিত মানববন্ধনে সভাপতি বলেন-আমরা বলতে চাই, স্ব স্ব ধর্মের নামে ধর্ম শিক্ষার বই প্রকাশ করতে হবে। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইবতেদায়ী মাদরাসাগুলো আজ চরমভাবে অবহেলিত। অবকাঠামোগত উন্নায়ন থেকে বঞ্চিত। আমলাতান্ত্রিক জটিলতা এবং সাকারের অভ্যন্তরে থাকা একটি মহলের অনীহার কারণে ইবতেদায়ী মাদরাসার শিক্ষক কর্মচারীরা বেতন বৈষ্যম্যের শিকার।

বিশেষ অতিথি মাও. দ্বিন ইসলাম বলেন- জাতীয় শিক্ষানীতি ২০১০, ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮, সকারের নির্বাচনী ইশতেহার, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর নির্দেশনা এসব কোনো কিছুই ইবতেদায়ী মাদরাসা শিক্ষার ভাগ্য বদলাতে পারেনি। কাদের ইশারায় আজকে ইবতেদায়ী মাদরাসা শিক্ষাকরা মানবেতর জীবনযাপন করছে তার তদন্ত হওয়া প্রয়োজন।

আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. আলতাফ হোসেন গাজী, সহ-সভাপতি মুহা. আঃ হান্নান, শিক্ষক ফোরাম জেলা সহ-সভাপতি মুফতী আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মুহা মাকসুদুর রহমান উদ্দিন প্রমুখ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL