সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় জড়িত আরও ১জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত হলেন, গোলাম মোরশেদ বাবু ওরুফে লালবাবু (২৫) সিদ্ধিরগঞ্জ থানাধীন বাঘমারা এলাকার লাল মিয়ার ছেলে।
এর আগে গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকায় অবস্থিত এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ৫০-৬০ জন অস্ত্রধারী ডাকাত হানা দেয়। তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মারধর করে অস্ত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কারখানার একটি কক্ষে আটক করে। এরপর ওই ডাকাতদল কারখানার পাওয়ার ক্যাবলসহ বিভিন্ন মেশিনের মূল্যবান অংশ লুট করে প্রায় ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
ঘটনার পরপরই প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।