তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর দেওভোগ পাক্কারোড এলাকায় মো. হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে রক্তাত্ব জখম করা হয়েছে।
এ বিষয়ে গতকাল রবিবার (২৬ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
একই এলাকার মৃত ইন্নেতালীর ছেলে মো. মানিক মিয়া (৬৫), মো. মানিক মিয়ার ২ ছেলে তুহিন (২৫) ও ফাহিম (২০), মৃত সফর আলীর ছেলে মোঃ রুবেল (৩৫), মৃত ইন্নেতালীর ছেলে হানিফ (৬০) ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় দেওভোগ পাক্কারোড এলাকায় নবনির্মিত মসজিদে ১নং বিবাদী তথা মানিক মিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুসল্লিদের জন্য ইফতারীর আয়োজন করেন।
ইফতারীর সময় মোবাইল ফোনের মাধ্যমে নিজের মায়ের অসুস্থ্যতার খবর শুনে ইফতারী না করেই মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে চান। এসময় বিবাদীরা ইমাম সাহেবের পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি মো. হাসান এগিয়ে গিয়ে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মারধর শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় বিবাদীরা।