শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় সজল, চঞ্চল ও সা‌নির উদ্যো‌গে বি‌শেষ দোয়া

  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ ৪ আস‌নের সংসদ সদস‌্য একেএম শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় বি‌শেষ দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

 

বাংলা‌দেশ হো‌সিয়ারি এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি শেখ মোঃ নাজমুল আলম সজল, মহানগর আওয়ামী লী‌গের শিক্ষা ‌বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল ও জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নির উদ্যো‌গে এ দোয়া অনু‌ষ্ঠিত হয়।

 

বৃহস্প‌তিবার (২৩ মার্চ) বাদ এশা দেওভোগ বায়তুস শরীফ জা‌মে মস‌জি‌দে অনু‌ষ্ঠিত দোয়া মাহ‌ফি‌লে এম‌পি শামীম ওসমা‌নের দ্রুত রোগমু‌ক্তি কামনা সহ ওসমান প‌রিবা‌রের সকল সদস‌্যদের দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া করা হয়। দোয়া প‌রিচালনা ক‌রেন বায়তুস শরীফ জা‌মে মস‌জি‌দের ইমাম ও খ‌তিব হা‌ফেজ মাওলানা আইউব আলী।

 

প্রসঙ্গত, বুধবার রা‌তে পেট ব্যথাজ‌নিত সমস‌্যার কার‌নে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

ভর্তি হন এম‌পি শামীম ওসমান ।

 

শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করে জানান, টেস্ট করা হচ্ছে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

 

এর আগে, সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন তার ফেসবুক আইডি‌তে ‌পিতার অসুস্থতার কথা উল্লেখ ক‌রে সক‌লের নিকট দোয়া কামনা ক‌রেন।