৬ উইকেটে জিতলো শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী। তিন ম্যাচেই পরাজয় দেখলো সাহারা ক্রিকেট ক্লাব।
গতকাল (রোববার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সাহা এন্টারপ্রাইজ ১ম বিভাগ ক্রিকেট লীগ এর ১০ম দিনের খেলাটি হয়েছে একপেশে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাহারা ক্রিকেট ক্লাব ১৭৭ রানে গুটিয়ে যায়। শুরুটা ভাল না হলেও বহিরাগত কোটায় খেলা আতিকুরের ব্যাটে সাহারা দেড়শয়ের কোটা পার করে। আতিকুর ৫১ রানে ফিরেন। নাঈম করেন ১৯ রান। রুবেল ফিরেন ১৬ রানে। মুসা শেষের দিকে নেমে করেন ১৭ রান। রহমতউল্লাহ ১৫,সামির ১৩ এবং স্বপন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৩ রান।
শীতলক্ষ্যার মোফাচ্ছেল পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে শীতলক্ষ্যার দুই ওপেনার সোহান ও শাহরিয়ার দেখেশুনে খেলে দলকে একা ভাল অবস্থানে নিয়ে যান। শাহরিয়ার ২৭ রানে আউট হলেও সোহান ফিরেন ৫৮ রানে। আরিফুল ১৭ রানে ফিরলে জুটি বাধেন শিহাব ও চয়ন। শিহাব ২৮ রানে ফিরলে মাঠে নামেন শরিফ। চয়ন অপরাজিত থাকেন ২২ রানে। ৪ উইকেট হারিয়ে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী জয়ের বন্দরে পৌঁছে যায়। সাহারার জাহাঙ্গীর,আতিকুর ও নাঈম ১টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর ঃ সাহারা ক্রিকেট ক্লাব ঃ ১৭৭/১০(৪৯.৪ ওভার) আতিকুর-৫১,নাঈম-১৯,মুসা-১৭,রুবেল-১৬,রহমতউল্লাহ-১৫,সামির-১৩,স্বপন-১০। অতিরিক্ত-৩৩। মোফাচ্ছেল-২/৩৭।
শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী-১৭৮/৪(৪২.৪ওভার) সোহান-৫৮,শাহরিয়ার-২৭,চয়ন-২২,আরিফুল-১৭। অতিরিক্ত-১৯। জাহাঙ্গীর-১/২৬,আতিকুর-১/৩০,নাঈম-১/৩৪।
আজকের খেলা ঃ এমএমএস ক্রিকেট একাডেমী ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী।
সকাল-৯টা(সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স(ক্রিকেট গ্রাউন্ড)