গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত

  • সকাল নারায়নগঞ্জ

 

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক পিকনিক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে ।

 

আজ শনিবার দিনব্যাপী জেলার কালিয়াকৈর উপজেলার সিরাজনগরে শালদহ ইকো রিসোর্টে ওই আয়োজন সম্পন্ন হয়।

 

প্রেসক্লাবের অর্ধশতাধিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে ছিলো উপভোগ্য সাংস্কৃতিক পর্ব।

 

এতে গান পরিবেশন করেন কাজী মকবুল, নিপা , আলমগীর।

স্থানীয় এলাকা ও রিসোর্ট এলাকার দৃষ্টি নন্দন দৃশ্য অবলোকন করে ও জমান জম্পেশ আড্ডা।

 

সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিরা জিতে নেন পুরস্কার ।

 

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ সূচনা বক্তব্যে জানান, প্রতিবছর আনন্দ উল্লাসে দিনটি কাটানোর জন্য এ আয়োজন ।

 

কালিয়াকৈর উপজেলার সিরাজনগরে  মনোরম প্রাকৃতিক  পরিবেশে ওই আয়োজনে এক পর্যায়ে যোগ দেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এম এ সালাম শান্ত কার্যনির্বাহী সদস্য  প্রমুখ  ।