সকাল নারায়ানগঞ্জঃ আসন্ন নারায়নগঞ্জ আইনজীবী সমিতি ২০২০-২১ কার্যকরী পরিষদের নির্বাচনে পূর্ণ প্যানেলে মনোনয়ন দাখিল করেছেন বিএনপিপন্থী আইনজীবী এড. সরকার হুমায়ুন কবীর-এড. আবুল কালাম আজাদ জাকির প্যানেল।
বুধবার(১৫ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার এড. মেরিনা বেগম’র কাছে ১৭ জনের মনোনয়ন জমা দেন তারা।
মনোনয়ন জমা শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই অক্ষম নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন তা আমরা অব্যাহত রাখবো এবং তারা যাতে প্রহসনের মাধ্যমে নির্বাচিত হতে না পারে সেজন্য আমরা এড. . সরকার হুমায়ুন কবীর-এড. আবুল কালাম আজাদ জাকিরের নেতৃত্বে পূর্ণ প্যানেলে মনোনয়ন জমা দিয়েছি। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমরা প্রতিটি প্যানেলে জয়লাভ করবো। এই নির্বাচনকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবে আমরা গ্রহণ করেছি।
সভাপতি পদপ্রার্থী এড. সরকার হুমায়ুন কবীর বলেন, দেশে একটি স্বৈরাচারী সরকার আছে। সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কমিশনে গত বছরেও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখেছেন ভোট কারচুপীর মহাৎসব। নির্বাচন নির্বাচনের মত হয় নাই।সেইজন্যে এবারো আমরা বলেছি এই নির্বাচন কমিশন পরিবর্তন করে দিতে। আমি বিশ^াস করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং তাদের সুবুদ্ধি যদি উদয় হয় তাহলে আমাদের প্যানেলকে কেউ হারাতে পারবে না।