নারায়ণগঞ্জ আদালতে গাড়ি পোড়া মামলায় বিএনপি নেতাদের হাজিরা

  • সকাল নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জ  জেলা আদালতে সিদ্ধিরগঞ্জ থানার গাড়ি পোড়া মামলায় হাজিরা দিলেন বিএনপি দলীয় নেতারা।

 

২৮ই সেপ্টেম্বর বুধবার সকাল সারে এগারোটার সময় এ হাজিরা দেন।

 

২০১৫ সালের    পুলিশের গাড়ি  পুড়ানো মামলায়    সাবেক ছাএদলের  নেতা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ হাই রাজু।আকবর,  সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাজ্বী মোঃ রিয়াজ উদ্দিন,তয়ব হোসেন, ৩নং ওয়ার্ড বি.এন. পি নেতা ও মহানগর ছাএদলের  সহ সভাপতি রিপন সরকার,৩নং যুবদলের সাধারণ সম্পাদক  রুবেল হোসেন।

 

আসামি পক্ষের বিজ্ঞ  আইনজীবী  ছিলেন এডভোকেট  মাছুম।

 

সিনিয়র  জুডিসিয়াল  মাজিস্ট্রেট  নারায়ণগঞ্জ   মোহাম্মদ মোহসেন এর আদালতে এ মামলা পরিচালিত হয়। আগামী   ১৫-১২-২২ইং সাক্ষির  তারিখ নির্ধারন করা হয়।