নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পেপার মিলে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ডাকাতদলের সদস্যদের গ্রেফতরা করা হয়।
গ্রেফতারকৃত হলো ডাকাত সর্দার আইয়ুবুর আলী (৪৫), মোঃ শিপন মিয়া (৩৯), মোঃ শরীফ (৩৫), মোঃ মিলন মিয়া (৪৪), সাকিল আহম্মেদ (২৩), ইমতিয়াজ (২৩) ও মতিয়ার মৃধা (২৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি তালা কাটার, ২ টি হাসুয়া, ১ টি লোহার ছোড়া, ২ টি সাবল ও ২ টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিনা পেপার মিলস লিমিটেডে ডাকাতি কালে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। এসময় ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ডাকাত সর্দার আইয়ুবুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১০টি মামলা ও শিপন মিয়া এবং মিলন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।