নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজে নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপণ করেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়্যারম্যান –আরিফ মাসুদ বাবু।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন তিনি। এসময় সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরাফুজজামান অপুসহ কলেজ কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আরিফ মাসুদ বাবু বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাজেদ আলি মিয়া সোনারগাঁ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর। বাবার গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির সকল জায়গা পরিবারের সকল সদস্যরা আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য দান করেছেন।
তিনি আরও বলেন, আমি আমার ব্যক্তিগত সহযোগিতা যতটুকু পারি সব সময় কলেজের কল্যাণে কাজ করার চেষ্টা করি ও করবো। যেহেতু এখন কলেজটি সরকারি হয়েছে এটাই আমাদেও বড় সাফল্য। বৃক্ষ রোপণের মাধ্যমে কলেজকে সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে করে গড়ে তোলা হবে।