1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বাংলাদেশ মহিলা পরিষদের প্রবীণ নেত্রী আমিনা বেগমের মৃত্যুতে জেলা কমিটির গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ প্রেস ইউনিটির বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনায় বিজয় দিবস পালনের আহ্বান বুদ্ধিজীবী হত্যার প্রকৃত তদন্ত সময়ের দাবি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে ইসলামী আন্দোলনের সাথে সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে আজকে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র‍্যালী নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা ২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট – ২০২৪ নৌ-যান শ্রমিকদের কার্যালয়ের স্বার্থে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবো- শোখন রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা-ছড়া পাঠ প্রতিযোগিতার ঘোষণা

বাংলাদেশ মহিলা পরিষদের প্রবীণ নেত্রী আমিনা বেগমের মৃত্যুতে জেলা কমিটির গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীনের মাতা বর্ষিয়ান  নারী নেত্রী আমিনা বেগম গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখ ভোরে বার্ধক্যজনিত কারণে বন্দরস্থ নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন।

অসম্ভব শক্তিশালী মনোবলের অধিকারী এই নেত্রী মহিলা পরিষদের সুচনালগ্নে বন্দর কমিটির সভাপতি ছিলেন। তিনি বন্দরের তৃণমূল এলাকায় ঘুরে ঘুরে মহিলা পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার এবং পাড়া কমিটি গঠন করেছিলেন। নারী নির্যাতন প্রতিরোধ কাজেও তাঁর ভুমিকা অনস্বীকার্য। তার এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ সমাজসেবামুলক কাজের জন্য এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর ছেলেমেয়ে, নাতী-নাতনীরা স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

তাঁর প্রয়াণে নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি আনজুমান আরা আকসির ও সহ-সভাপতি রীনা আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। 

সেই সাথে তাঁর বড় কন্যা সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীনসহ পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন, যাতে তারা এই শোক সহ্য করার ক্ষমতা অর্জন করেন।

গতকাল দুপুর ১২টায় জেলা কমিটির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি রীনা আহমেদ, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, শহর কমিটির নেত্রী রোজী আবেদীন ও কাওছার আক্তার পান্না প্রমুখ।

আরো শোক প্রকাশ করেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী ও কৃষ্ণা ঘোষ, সিনিয়র সদস্য কমলা দে, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন,  সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, অর্থ সম্পাদক রেখা গুণ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন, সমাজকল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, প্রচার সম্পাদক কানিজ ফাতেমা, সদস্য রাশিদা বেগম, শীলা সরকার, করিমুন নেছা, নীলা আহমেদ প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL