আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের সার ডিলার রিয়া এন্টারপ্রাইজের সত্বাধিকারী সিফাতুল্লার ৪০ বস্তা সার পাচারকালে আটক করেছে জনতা।
সোমবার বিকেল ৫টার দিকে গোপালদী কলাগাছিয়া পাচারের সময় নসিমন গাড়ীতে ভর্তি ৪০ বস্তা সার আটক করে হাইজাদী ইউনিয়ন পরিষদে পাঠিয়েছে তারা।
বর্তমানে সারের বস্তাগুলি হাইজাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক রয়েছে।
আটককৃত গাড়ী চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সারের বস্তা গুলো উপজেলার তিলচন্দী বাজারের সার ডিলার সিফাতুল্লাহ কলাগাছিয়া এলাকার জনৈক মজিবুরের নিকট নিয়ে যাচ্ছিলো ।পথে গাড়ীটি আটক করে জনতা হাইজাদী ইউনিয়ন পরিষদে পাঠান।
এদিকে এলাকাবাসী জানান, এলাকায় সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ডিলার ছিফাতুল্লাহ এলাকার সার ডিলারদেরকে সার না দিয়ে অন্যান্য স্থানে বেশি দাম পেয়ে পাচারের মাধ্যমে বিক্রি করে থাকেন।
তিলচন্দী বাজারের সাব ডিলার মোঃ আলম জানান, ছিফাতুল্লারহর কাছে আমরা সার চাইলে তিনি আমাদেরকে সার দেন না। কিন্তু বাইরে ঠিকই বেশি দামে সার বিক্রি করে পাচার করে থাকেন।
এবিষয়ে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিলার ছিফাতুল্লাহ প্রতিনিয়ত এমন কাজ করে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।