রাজধানীর বাজারে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি মিললেও আবারো বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা পর্যন্ত। চড়া আটা ও ময়দার দামও।
কেজিতে ২০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা দরে। ফার্মের ডিম কেনা যাচ্ছে ডজন ১২০ টাকায়। নাগালে আছে সবজির দামও।
বাজারে অস্থিরতা কাটছেই না। প্রতিদিনই বাড়তি দাম দিতে হচ্ছে নিত্যপণ্য কিনতে। গত সপ্তাহে মোটা চাল ৫২-৫৩ টাকা কেজি বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে ৫৫ টাকায়। সরু চালের জন্য গুনতে হচ্ছে ৭২ টাকার বেশি। মিলারদের কারসাজি আর কম সরবরাহের দোহাই দিচ্ছেন বিক্রেতারা।
আটার দামও বাড়তি। প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ২ কেজির প্যাকেট আটার দাম ১২০ টাকা। টিসিবির হিসাব বলছে, এক মাসে আটার দাম বেড়েছে ২০ ভাগের বেশি।
সয়াবিন তেলের দামেও অস্বস্তি। এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৯২ টাকায়। বেড়েছে গরম মসলার দামও। সব মিলিয়ে নাভিশ্বাস ভোক্তাদের।
তবে কমেছে ডিম ও মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা আর ফার্মের ডিমের ডজন ১১৫ থেকে ১২৫ টাকা।
সবজির দাম নাগালে রয়েছে। দাম কমে কাঁচামরিচ কেনা যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।