নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার সীমান্তবর্তী এলাকায় টইল পুলিশের অভিযান না থাকায় প্রতিনিয়ত ঘটছে নানা অপকর্ম। বিশেষ করে খানপুর রেল লাইন, সরদার পাড়া রেল লাইন, তল্লা সুপারীবাগ, তল্লা গঞ্জেআলী সড়ক, হাজীগঞ্জ বাজার সংলগ্ন কোরাইলার ক্ষেত, রফিক মাস্তান মাজার সংলগ্ন সড়ক সহ কিল্লারপুল এনায়েত চিশতী মাজার সংলগ্ন অলিতে গলিতে চলছে মাদক সম্রাট ইয়াকুবের শেল্টারে মাদক বিক্রি, মাদক সেবনকারী সহ ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা।
তবে হাজীগঞ্জ বাজার সংলগ্ন কোরাইলার ক্ষেত যেন ছিনতাইকারীদের দখলে বলে এলাকাবাসী জানান। প্রতিদিন উক্ত স্পটে বিভিন্ন পেশাজিবী মানুষকে ধারালোর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা সর্বস্ব যেন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
বিশেষ করে বিভিন্ন গার্মেন্ট শ্রমিকেরা সবচেয়ে বেশী সর্বশান্ত হচ্ছে ছিনতাইকারীদের কবলে পড়ে। এমনকি মাদক ব্যবসায়ী ইয়াকুব সহ সেবনকারীরা স্পটটি নিরাপদ হিসেবে বেছে নিয়েছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
প্রতিনিয়ত ঘটছে একের পর এক অঘটন। স্পটটি নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার মাঝামাঝি অবস্থানে থাকার কারণে এবং টইল পুলিশের অভিযান না থাকার কারণে পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ী ইয়াকুব সহ ছিনতাইকারীরা। এছাড়া অন্য স্পটগুলোতে চলছে মাদকের কেনাবেচা।
নারায়ণগঞ্জ আন্তঃজেলা ডাকাত সর্দার মাস্টার দেলু র্যাব ক্রসফায়ারে নিহত হওয়ার পর তার সহযোগীরা এখন রামরাজত্ব কায়েম করছে বলে অভিযোগ রয়েছে।