নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা রেললাইন, বোবার বাড়ী, সেকশন বাড়ি, গফুর মেম্বারের বাড়ি, সর্দারপাড়া, মেট্রোহল,হাজীগঞ্জসহ আশেপাশের এলাকায় জমে উঠেছে মাদক সম্রাট হৃদয় ওরফে ইয়াকুবের মাদক ব্যবসা।
মাদক ব্যবসায়ীরা অনেকটা প্রকাশ্যেই মাদক বিক্রি করে আসছে। মূলত খানপুর ও তল্লা রেললাইন এলাকাটি নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা এলাকার মধ্যবর্তি এলাকা হওয়ায় ইয়াকুবের শেল্টারে থাকা মাদক ব্যবসায়ীরা অনেকটা নিশ্চিন্তে মাদক ব্যবসায় করছে। এই এলাকাগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সকল প্রকার মাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খানপুর, তল্লা রেললাইনসহ আশেপাশের এলাকায় ৬০ জন মাদক ব্যবসায়ী সকল প্রকার মাদক বিক্রি করছেন। মোবাইল ফোনে কল দেয়া মাত্রই মাত্রই মাদক সেবীদের কাছে মাদক পৌছে দিচ্ছে ব্যবসায়ীরা। এরা হলেন, মাদক সম্রাট ইয়াকুব,আলমগীর, সোহাগ, মৃত আবুলের পুত্র রাসেল, কাইল্লা সুমন, রাকিব, মাধু মিয়ার পুত্র শাকিল, ফালানের পুত্র আজিম, নাছির, নূর মিয়ার পুত্র রিপন, রানা, পোকা মিয়া, গুড্ডু, দেলোয়ার বাবুর্চির পুত্র হৃদয়, সাইদুলের পুত্র ফাটা সুমন, মুন্না, পান্না, ইয়াসিন, জাহাঙ্গীর, জহিরুল, মতি মিয়া, দেলোয়ার, বাবু, মনির,কাউসার,আলামিন, আলম ও ইব্রাহিমসহ আরো বেশ কয়েকজন এলাকাতে মাদক বিক্রি করে আসছে।
বর্তমানে তল্লা এলাকাবাসীর স্থানীয়দের ভাষ্যমতে শাহিনের শেল্টারে মাদক দীর্ঘ বছর বিক্রি হলেও বর্তমানে শাহিন ব্যতিত ইয়াকুবের শেল্টারে রমরমাট মাদক বিক্রি চলছে।স্থানীয় লোকমুখে জানা যায় বর্তমানে তল্লা এলাকায় ইয়াকুব নামে নতুন মাদক সম্রাটের আবির্ভাব ঘটেছে।।যার হাত ধরে খানপুর তল্লা এলাকায় চলছে রমরমাট মাদক ব্যবসা।।
এদিকে এলাকাগুলোতে মাদক সেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে গেছে। বিষয়টি নজরে আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয়রা।