ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এ.কে.এম অয়ন ওসমানের উদ্যোগে মিলাদ ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় ফতুল্লা থানাধীন মাসদাইর ঘোষেরবাগ এলাকায় থানা ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাজ্বী রাজিব হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দৃঢ় নেতৃত্বে দেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু কুলাঙ্গার তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। যুগে যুগে খন্দকার মোশতাকরা জন্ম নেয় কিন্তু বঙ্গবন্ধু শতবছরে জন্ম নেয় একবার।
তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা রুখতে ষড়যন্ত্রকারীরা তাকে বার বার হত্যার করার চেষ্টা করেছে। এমনকি আমাদের প্রাণ প্রিয় নেতা শামীম ওসমানকেও হত্যার চেষ্টা করা হয়। তাই শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, যে মানুষটি এ দেশকে স্বাধীন করার লক্ষ্যে যৌবনকাল থেকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই সংগ্রাম করেছেন, সেই মানুষটিকে কিছু কুলাঙ্গার পাকিস্তানি দোসর ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে নির্মমভাবে হত্যা করে। আজকে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
জেলা ছাত্রলীগের কার্যকরি সদস্য আরিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য ফারহানা আক্তার, ঘোষেরবাগ পঞ্চায়েত পরিষদের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আলেক চাঁন প্রধান, নান্নু সরদার, ছাত্রলীগ নেতা রেজোয়ান মুসলিম, মনির হোসেন, নাহিদ শেখ, মাসুম, সাব্বীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।