জেলার আড়াইহাজার উপজেলায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই সময়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে তাদের শান্ত করে।
আজ সোমবার (১ আগস্ট) সকালে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের শিমুলতলী এলাকাতে ফাঁড়ি পুলিশের একটি মাইক্রোবাস শিক্ষার্থীবাহী অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক সহ ৪ শিক্ষার্থী আহত হয়। এ খবরে শিক্ষার্থীদের সহপাঠী ও বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ওই মাইক্রোবাসটি আটকে আগুন ধরিয়ে ভাঙচুর করে। মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। তখন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা দূরে গিয়ে আশ্রয় নেয়। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, আমরা প্রাথমিকভাবে দুর্ঘটনার খবর পেয়েছি। একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী ছিল। হাইওয়ে পুলিশের রিক্যুইজিশন করা একটি মাইক্রোবাসের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পরে এলাকাবাসী সেখানে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা আহতদের নাম ঠিকানা জানার চেষ্টা করছি।