নারায়ণগঞ্জ জেলার আলোচিত মাদক স্পট ফতুল্লার চাঁনমারীর শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী শরীফ ওরফে ছোট শরীফকে তিন সহোযোগিসহ গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লার কায়েমেপুর ফকিরা গার্মেন্টসের পেছনের মৃত জামাল হোসেনের পুত্র শরীফ ওরফে ছোট শরীফ (৩২), একই থানার চানমারী মাওরাপট্টির আকবর আলীর পুত্র আবুল কাশেম (২৮), খানপুর বোবা বাড়ীর লিটনের পুত্র ওহিদুল ইসলাম (১৯) ও নতুন কোর্ট এলাকার ফয়সাল মিয়ার বাড়ীর মোসলেম উদ্দিনের পুত্র মো. রাসেল (২০)।
শুক্রবার (২৯ জুলাই) রাতে তাদের কে ফতুল্লার চানমারীস্থ মাইক্রোস্ট্যান্ডের পাশের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে পুলিশ ২১০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার চানমারীর মাইক্রো স্ট্যান্ড গলিতে অভিযান চালিয়ে মাদকশ সম্রাক বহু সংখ্যক মাদক মামলার আসামী শরীফ ওরফে ছোট শরীফ, আবুল কাশেম, ওহিদুল ইসলাম ও রাসেলকে ওই মাদকসহ গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, গ্রেপ্তারকৃত ছোট শরীফ চানমারীর আলোচিত শির্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০/১২ টি মাদক মামলা রয়েছে।
শরীফসহ তার সহোযোগি অপর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।