রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া দক্ষিণ বাজারের পোদ্দার জুয়েলারি ওয়ার্কসে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে চাঁদা দাবির প্রতিবাদে বুধবার (২৭ জুলাই) ব্যবসায়ীরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। বাজারের ছোট-বড় সহপ্রায় ৩/৪শ’ দোকানের কেনা-বেচা বন্ধ করে ব্যবসায়ীরা কর্মবিরতি পালন করে।
এদিকে নিরাপত্তা রক্ষার্থে মুড়াপাড়া বাজার চাল পট্টিতে রূপগঞ্জ থানার বিট পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশের সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুড়াপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মানিক মিয়া, মুড়াপাড়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ মিত্র, সাধারণ সম্পাদক দিগেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র পাল, মুড়াপাড়া ইউপি সদস্য নবী হোসেন, আলম হোসেন, লাভলী আক্তার, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মুড়াপাড়া বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করতে হবে। পোদ্দার জুয়েলারি ওয়ার্কসের মালিক রানা পোদ্দারের কাছে পিস্তল উঁচিয়ে দুই লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে।