দীর্ঘ সময় ধরে সুপেয় পানির সমস্যায় ভুগছে নাসিক ১৭ নং ওয়ার্ডবাসী। তাই নিজ উদ্যোগে ও অর্থায়নে সাব-মার্সিবল পানির পাম্প স্থাপন করে জনসাধারণের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ওয়ার্ডের সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে ভুইয়া পাড়া এলাকায় পানির পাম্প স্থাপন করা হয়েছে। এতে এলাকার কয়েকশ পরিবারের বিশুদ্ধ পানির সংকট দূর হয়েছে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, বাবু ভাই সবসময় বিপদে আপদে আমাদের পাশে দাড়ান। এর আগে পাইকপাড়ার বিভিন্ন পাড়া-মহল্লায় পানির পাম্প স্থাপন করলেও আমরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলাম। তবে, বাবু ভাইয়ের নিজ অর্থায়নে বসানো এ পাম্পের মাধ্যমে আজ থেকে আমাদের আর কষ্ট করতে হবে না, তাই বাবু ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।
এসময় কাউন্সিলরের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এম এ রহিম পাটোয়ারি। আরও উপস্থিত ছিলেন লিকু ভুইয়া, মিঠু, সাহাবুদ্দিন প্রমুখ