ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন শ্রমিক লীগের কর্মী সভায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ কর্মী সভা আয়োজনে বাঁধা প্রদান করেন বলে অভিযোগ তুলেছেন থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে রামনগর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব অভিযোগ তুলেন তিনি। শ্রমিক লীগ নেতা সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অদিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্বার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক হাওলাদার, ওয়াহিদুর রহমান, কবির হোসেন রাজু প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের এ অনুষ্ঠান রাধানগর এলাকায় আয়োজনের কথা ছিল। কিন্তু স্থানীয় আ’লীগের একটি বলয় সেখানে অনুষ্ঠান করতে বাঁধা প্রদান করে। আমরা শান্তি চাই। আমাদের নেতা কাউছার আহম্মেদ পলাশ শান্তির পক্ষে কাজ করেন। তিনি কোন ঝামেলা সৃষ্টি করতে নিষেধ করেছেন। তাই আমরা কর্মীসভার ভেন্যু পরিবর্তন করে রামনগর ঈদগাতে নিয়ে এসেছি। তবে আপনারা ভাববেন না আমরা দূর্বল। দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা লড়াই করবো। আমরা বিনয়ী, তবে দূর্বল ভাববেন না। আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথে আছি এবং থাকবো।